_রোদ্দুর রায়ের মামলায় কী বললেন তাঁর আইনজীবীরা?

EI Samay 2022-06-09

Views 90

ইউটিউবার রোদ্দুর রায়কে আদালতে তোলা হয়েছিল বৃহস্পতিবার। তাঁকে আপাতত ছ'দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন ব্যাঙ্কশাল আদালতের চিফ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট (CMM) ময়ূখ মুখোপাধ্যায়। জানা গিয়েছে, রোদ্দুরের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। আদালত সূত্রে খবর, প্রথমে রোদ্দুর রায়ের বিরুদ্ধে IPC 120b, 417, 153, 501, 504, 505 এবং 509 ধারায় মামলা দায়ের হয়েছিল। পরে 153a, 465, 467, 468, 469 ধারা সংযুক্ত করা হয়। অর্থাৎ বর্তমানে মোক্সা তত্ত্বের প্রবক্তার বিরুদ্ধে মানহানি, অশালীন এবং বিদ্বেষমূলক মন্তব্য করা, অপরাধমূলক ষড়যন্ত্র, ঘৃণা প্রদর্শন সহ একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে। কী বলেছেন তাঁর আইনজীবীরা? জেনে নিন

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS