বিশ্বজুড়ে উদ্বেগ বাড়াচ্ছে মাঙ্কি পক্স। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস অ্যাডানম গেব্রিয়েসাস জানিয়েছেন, এখনও পর্যন্ত বিশ্বের ২৯টি দেশে ছড়িয়েছে মাঙ্কি পক্স। আক্রান্তের সংখ্যা হাজারেরও বেশি। তবে এখনও পর্যন্ত মাঙ্কি পক্সে মৃত্যুর খবর মেলেনি। যে সমস্ত দেশে সংক্রমণ ছড়িয়েছে, সেই দেশগুলিকে সতর্কতা অবলম্বন করে দ্রুত ব্যবস্থা ও আক্রান্ত ব্যক্তিদের চিহ্নিত করার আবেদন জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।