টেট দুর্নীতি মামলায় এবার সিবিআই-এর নজরে প্রাথমিক শিক্ষা পর্ষদের একাধিক কর্মচারী। দুর্নীতি’তে এই কর্মচারীরা জড়িত ছিলেন, মনে করছে সিবিআই। শুধু নাম লিখে পরীক্ষায় ফাঁকা উত্তরপত্র জমা দেওয়ার উল্লেখ এফআইআরে। নিয়োগ প্রক্রিয়ায় স্বজনপোষণের অভিযোগ রয়েছে এফআইআরে। মোটা অঙ্কের টাকা লেনদেনের অভিযোগ আছে সিবিআই-এর এফআইআরে। এফআইআর করা হয়েছে ১২০(বি), ৪২০, ৪৬৭, ৪৬৮ এবং ৪৭১ নম্বর ধারায়। দুর্নীতিদমন আইনের ৭ এবং ৮ নম্বর ধারা যোগ করা হয়েছে। এফআইআরে নাম রয়েছে ‘রঞ্জন’ ওরফে চন্দন মণ্ডলেরও।