সরকারি জমি দখল করে চাষাবাদের অভিযোগ উঠল বীরভূমের সাঁইথিয়া ব্লকের তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। এলাকাবাসীর পাশাপাশি অভিযোগের আঙুল তুললেন পঞ্চায়েতের উপপ্রধানও। নিজের কেনা জমিতেই চাষ করছেন, পাল্টা দাবি অভিযুক্ত প্রধানের। জমি বিতর্ক ঘিরে শুরু হয়েছে শাসক-বিরোধী তরজা।