পার্ক সার্কাস গুলিকাণ্ডে জখম ব্যবসায়ীর অস্ত্রোপচার হবে এসএসকেএমে। কলিন স্ট্রিটের বাসিন্দা বসির আলম নুমানি ট্রমা কেয়ার সেন্টারে চিকিত্সাধীন। হাসপাতাল সূত্রে খবর, সার্জারি, কার্ডিও থোরাসিক, ইউরো সার্জারি-সহ ৫ বিভাগের তত্ত্বাবধানে ভর্তি রয়েছেন তিনি। বছর ঊনপঞ্চাশের বসির আলম নুমানির ডান কাঁধের নীচে পিঠের দিকে গুলি লেগেছে। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে খবর।