Howrah Update: হাওড়ায় অবরোধ-বিক্ষোভের জের, বাতিল চারটি দূরপাল্লার ট্রেন

ABP Ananda 2022-06-11

Views 243

হাওড়ায় অবরোধ-বিক্ষোভের জের। বাতিল চারটি দূরপাল্লার ট্রেন। দক্ষিণ-পূর্ব রেল সূত্রে খবর, আজ বাতিল করা হয়েছে টাটানগর-হাওড়া ইস্পাত এক্সপ্রেস, আদ্রা-হাওড়া শিরোমণি এক্সপ্রেস, পুরুলিয়া-হাওড়া এক্সপ্রেস ও ভদ্রক-হাওড়া এক্সপ্রেস। এছাড়াও, বেশ কয়েকটি ট্রেনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। হাওড়া-পুণে দুরন্ত এক্সপ্রেস, হাওড়া-বারবিল জনশতাব্দী এক্সপ্রেস, হাওড়া-তিতলিগড় কান্তাবাঞ্জি ইস্পাত এক্সপ্রেস, হাওড়া-দিঘা তাম্রলিপ্ত এক্সপ্রেস এদিন নির্ধারিত সময়ের একঘণ্টা পর ছেড়েছে। এর পাশাপাশি, হাওড়া-সেকেন্দ্রাবাদ ফলকনুমা এক্সপ্রেসও আজ একঘণ্টা দেরিতে ছাড়বে।

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS