পয়গম্বর বিতর্কে হাওড়ার পাঁচলায় (Panchla) আজ দফায় দফায় উত্তেজনা। অভিযোগ, প্রথমে পাঁচলা বাজারের কাছে একটি ক্লাবে ভাঙচুর চালায় বিক্ষোভকারীরা। পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি শুরু হয়। পাল্টা অভিযোগ ওঠে, পরিস্থিতি সামাল দিতে পুলিশ (Police) লাঠিচার্জ করে। কাঁদানে গ্যাসের শেল ফাটায়। পরে পাঁচলা বাজারের কাছে কয়েকটি জায়গায় আগুন লাগিয়ে দেওয়া হয়।