পয়গম্বর নিয়ে বিজেপি (BJP) নেত্রীর মন্তব্যের প্রতিবাদে রেজিনগরে বিক্ষোভকারী-পুলিশ খণ্ডযুদ্ধ। বোমাবাজি, ইটবৃষ্টি। ফের উত্তপ্ত হাওড়ার (Howrah) পাঁচলা (Panchla)। একাধিক দোকানে আগুন, ভাঙচুর। হাওড়ায় (Howrah) বন্ধ ইন্টারনেট পরিষেবা (Internet Service)। বুধবার পর্যন্ত ১৪৪ ধারা। হাওড়ায় টানা অশান্তির জের। সরানো হল হাওড়া সিটি পুলিশের কমিশনারকে (Howrah City Police Commissioner)। হিংসা থামাতে কেন্দ্রীয় বাহিনীর (Central Forced) সাহায্য চাক রাজ্য। রাজ্যপালের (Governor Jagdeep Dhankhar) দ্বারস্থ হয়ে আবেদন বিজেপির (BJP)।