Rowing: ক্যালকাটা রোয়িং ক্লাবে সেলফ ডিফেন্স ড্রিল, বিশেষজ্ঞ এনে হাতেকলমে প্রশিক্ষণ

ABP Ananda 2022-06-12

Views 39

রবীন্দ্র সরোবরে রোয়িং করতে গিয়ে দুই কিশোরের মৃত্যুর জের। KMDA ও পুলিশের (Kolkata Police) দেওয়া স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর, SOP মেনে ক্যালকাটা রোয়িং ক্লাবে (Calcutta Rowing Club) হল সেলফ ডিফেন্স ড্রিল। বিশেষজ্ঞ এনে হাতেকলমে প্রশিক্ষণ দেওয়া হল রোয়ারদের। প্রথমে প্রেজেন্টেশনের মাধ্যমে দেশবিদেশের বিভিন্ন ঘটনা এবং সেফটি মেজার তুলে ধরা হয়। এরপর রোয়িং বোট উলটে গেলে কীভাবে প্রাণ বাঁচাতে হবে, তাও শেখানো হয় রোয়ারদের। ২০ জুন থেকে শ্রীনগরে জাতীয় স্তরে রোয়িং প্রতিযোগিতা শুরু হচ্ছে। কিন্তু রবীন্দ্র সরোবরে রোয়িং বন্ধ থাকায়, প্রস্তুতি ছাড়াই অংশ নিচ্ছে ক্যালকাটা রোয়িং ক্লাবের সদস্যরা। তবে ডাল লেকে কয়েকদিন প্রস্তুতির সুযোগ মিলবে বলে ক্যালকাটা রোয়িং ক্লাবের তরফে জানানো হয়েছে। 

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS