প্রতিবাদের নামে তাণ্ডবের ঘটনায় সমস্যায় পড়েছেন বহু মানুষ। কারও বাড়ি, তো কারও দোকানে ভাঙচুর ও লুঠপাটের অভিযোগ উঠেছে। এই ধরনের পরিস্থিতি এড়াতে, হাওড়ার অশান্ত এলাকায় রুট মার্চ করছেন পুলিশের আধিকারিকরা। ডোমজুড় থানায় বৈঠক করেন হাওড়া সিটি পুলিশের কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী।