প্রথম দু’দফায় রাহুলকে ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর লাঞ্চ ব্রেক। লাঞ্চ ব্রেকে বাড়ি এসে ফের ইডি দফতরের উদ্দেশে রওনা রাহুলের। তৃতীয় ও শেষ দফার জিজ্ঞাসাবাদ করা হবে রাহুলকেমোট ৫৫টি প্রশ্ন করা হবে রাহুলকে, খবর ইডি সূত্রে। দেশে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে কি না, নেওয়া হয়েছে খোঁজ, খবর সূত্রের। বিদেশে কোনও অ্যাকাউন্ট আছে কি না, তার খোঁজও নেওয়া হয়েছে, খবর সূত্রের।