২৩ জুন ত্রিপুরায় ৪টি কেন্দ্রে উপনির্বাচন। আজ আগরতলায় অভিষেকের রোড শো। মমতা ছাড়াও প্রচারে শত্রুঘ্ন, দেব, মিমি, সায়নী। ন্যাশনাল হেরাল্ড মামলায় আর্থিক দুর্নীতির অভিযোগ। ১০ ঘণ্টারও বেশি সময় ধরে রাহুলকে ইডির ম্যারাথন জিজ্ঞাসাবাদ। আজ ফের তলব। রাহুলকে ইডির সমন, প্রতিবাদে কংগ্রেসের বিক্ষোভ। পুলিশের ধাক্কায় চিদম্বরমের পাঁজরে চোট পাওয়ার অভিযোগ।২০১৪-র প্রাথমিক টেট মামলাতেও এবার সিবিআই তদন্ত। ২০১৭-র তালিকা বেআইনি। ২৬৯জনকে চাকরি থেকে বরখাস্ত, বেতন বন্ধের নির্দেশ। টেট-দুর্নীতি মামলায় নিজাম প্যালেসে পর্ষদ সভাপতি-সচিব। ৩ ঘণ্টারও বেশি সময় জিজ্ঞাসাবাদ। সিবিআইকে এফআইআর দায়ের করতে বলল হাইকোর্ট। রাজ্যপালকে সরিয়ে মুখ্যমন্ত্রীকে বিশ্ববিদ্যালয়ের আচার্য করতে চেয়ে বিল পাস। পক্ষে ভোট ১৬৭, বিপক্ষে ৫৫। রাজ্যপালের অনুমোদনের অপেক্ষা।