অসহ্য গরম থেকে অবশেষে মুক্তি। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে পা রাখতে চলেছে বর্ষা। আশার কথা শোনাল আলিপুর আবহাওয়া দফতর। তবে তার আগে আজ ও কাল দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকার নির্ধারিত সময় ১১ জুন। সেদিক থেকে বর্ষা এবার দেরিতে আসছে। তবে দেরিতে হলেও বর্ষা ঢোকার খবরেই মিলেছে স্বস্তি। অন্যদিকে, আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৫ দিন উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টি এবং দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও উত্তর দিনাজপুরের কিছুটা অংশে ভারী বৃষ্টি হতে পারে।