২৩ জুন ত্রিপুরায় উপ নির্বাচন। ভোট প্রচারে আগরতলায় পৌঁছলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। টাউন বড়দোয়ালি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গান্ধীঘাট থেকে আগরতলা বিধানসভা কেন্দ্রের জিবি বাজার পর্যন্ত রোড শো শুরু করেছেন তিনি। এর পর নির্বাচনী সভাও করবেন অভিষেক। এই দুটি বিধানসভা কেন্দ্রেই ২৩ জুন উপ নির্বাচন হবে। ২০ জুন ফের ত্রিপুরায় এসে প্রচার করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সাংবাদিক বৈঠকে জানিয়েছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।