দুর্নীতি খুঁজতে একাধিক সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া বিচারপতিই এখন ‘আশাহত’।‘আশাহত’ হাইকোর্টের বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়। সিবিআই-এর লোকবল নিয়েও প্রশ্ন তুলেছেন বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়‘সুড়ঙ্গের শেষে কোনও আলো দেখতে পাচ্ছি না’।‘নভেম্বরে প্রথম সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলাম’‘তারপর কী হয়েছে? কিছুই নয়, আমি ক্লান্ত’।‘মনে হচ্ছে সিবিআই-এর থেকে সিট ভাল’।শিক্ষা-দুর্নীতি তদন্তে সিবিআই কী করবে তা নিয়ে সন্দেহপ্রকাশ বিচারপতির।মন্তব্য বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়ের। ‘কর্মহীনদের কী হবে, আমার একটাই উদ্দেশ্য সঠিক ব্যক্তিরা চাকরি পাক’।রাজ্যের প্রধান কিছু করবেন, এই আশা রাখি, মন্তব্য বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়ের