Presidential Poll 2022: মমতা, মল্লিকার্জুন খাড়গেকে ফোন করলেন রাজনাথ সিংহ

ABP Ananda 2022-06-15

Views 190

রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে ফারুক আবদুল্লার নাম প্রস্তাব মমতার। গোপালকৃষ্ণ গাঁধীর নামও প্রস্তাব হিসেবে রাখলেন তৃণমূলনেত্রী। শরদ পাওয়ার রাজি না হওয়ায় বিকল্প হিসেবে ২জনের নাম প্রস্তাব মমতার। "দলের মধ্যে আলোচনা করে পরবর্তী বৈঠকে সিদ্ধান্ত।'' মমতার প্রস্তাব নিয়ে এমনই জানালেন বিরোধী দলের নেতারা: সূত্র। মমতা, মল্লিকার্জুন খাড়গেকে ফোন করলেন রাজনাথ সিংহ। "আগে বিজেপি তাদের প্রার্থীর নাম ঘোষণা করুক, তারপরে সিদ্ধান্ত।'' রাজনাথ সিংহকে এমনই জানিয়েছেন তৃণমূলনেত্রী: সূত্র। এজেন্সি দিয়ে রাহুল-অভিষেককে হেনস্থার অভিযোগও উঠল বিরোধীদের বৈঠক। মমতার ডাকা দিল্লির হাজির ১৮টি দল, গরহাজির আপ-সহ ৬টি দল। 

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS