ফেলুদার (Feluda) চরিত্র নিয়ে জল্পনা, প্রযোজনা সংস্থার সঙ্গে মতের অমিল, কিছুই কোনও কিছুই আঁচড় কাটতে পারেনি 'ফেলুদা'-র গায়ে। সন্দীপ রায়ের হাত ধরেই ৬ বছর পরে পর্দায় ফিরছে ফেলুদা, থুড়ি নতুন ফেলুদা। ইন্দ্রনীল সেনগুপ্ত। এবার ফেলুদার ব্য়াটন তাঁরই কাঁধে। শুধু কী তাই? দর্শক এবার পর্দায় দেখবেন নতুন তোপসে আর জটায়ুকেও। ২ দিনের শ্যুটি সারা, সন্দীপ রায়ের কতটা মনের মতো হয়ে উঠতে পারলেন ইন্দ্রনীল? চরিত্রায়ন নিয়ে কতটা খুশি সন্দীপ রায়? এবিপি লাইভে ফেলুদার গল্পে অকপট সন্দীপ রায়।