কোনও জটিলতা না থাকা সত্বেও কেন নিয়োগ দেওয়া হচ্ছে না? মুখ্যমন্ত্রীর কাছে 'জবাব' চান শারীরশিক্ষা, কর্মশিক্ষার চাকরীপ্রার্থীরা। শহিদ মিনারে (Shaheed Miner) এসএলএসটি চাকরিপ্রার্থীদের অবস্থান তুলতে যাওয়া নিয়ে ধুন্ধুমার। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি চাকরিপ্রার্থীদের। অবস্থান তুলতে বিকেল ৫টা পর্যন্ত সময় দিয়েছিল পুলিশ। কিন্তু তারপরেও অবস্থান না ওঠায় জোর করে, চুলের মুঠি ধরে চাকরিপ্রার্থীদের তুলে দিল পুলিশ। নিয়ে যাওয়া হল লালবাজার (Laalbazar) সেন্ট্রাল লক আপে।