Ananda Sakal (2): আটক করার পর কীভাবে অসুস্থ ৪ চাকরিপ্রার্থী? উঠছে প্রশ্ন

ABP Ananda 2022-06-17

Views 318

চার SLST চাকরিপ্রার্থীকে লালবাজারে আটক করে নিয়ে যাওয়ার পর রাতভোর টানাপোড়েন। ডিওয়াইএফআই-এর অভিযোগ, ওই চার চাকরিপ্রার্থী লালবাজারে অসুস্থ হয়ে পড়েন। তারপর তাঁদের রাতে SSKM হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অভিযোগ, চার চাকরিপ্রার্থীর সঙ্গীদের পুলিশ বা হাসপাতালের তরফে দীর্ঘক্ষণ কিছু জানানো হয়নি। এ নিয়ে বারবার লালবাজারে খোঁজ নিতে যান বাম যুব সংগঠনের সদস্যরা। হাসপাতালে যায় বিজেপিও। অবশেষে আজ ভোরে ময়দান থানা জানায়, ওই চারজনকে SSKM এ চিকিত্‍সা করিয়ে ফের লালবাজারে নিয়ে যাওয়া হয়েছে। গতকাল শহিদ মিনার থেকে ৬৭ জন চাকরিপ্রার্থীকে আটক করে লালবাজারে নিয়ে যায় পুলিশ। তাঁদের মধ্যেই অসুস্থ হন ৪ জন। তবে আটক করার পর চারজন কীভাবে অসুস্থ হলেন, তাঁদের অসুস্থতা ঠিক কী ধরনের, তা এখনও স্পষ্ট নয়।  

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS