Agnipath Protest: অগ্নিপথ বিরোধিতায় অগ্নিগর্ভ বিহার, ১২টি জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ

ABP Ananda 2022-06-18

Views 58

অগ্নিপথ বিরোধিতায় ছাত্র সংগঠনের ডাকা ভারত বন্‍‍ধে অশান্ত বিহারের জেহানাবাদ। বাস-ট্রাকে আগুন, পাথরবৃষ্টি।অগ্নিগর্ভ তারেগানা, গাড়িতে আগুন, স্টেশনে বিক্ষোভ। জেহানাবাদ, পাটনা, মুঙ্গেরের পরিস্থিতিও অগ্নিগর্ভ। রোহতাসের বিক্রমগঞ্জ ও নৌখায় আগুন, বিক্রমগঞ্জ স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে ভাঙচুর। পুলিশকে লক্ষ্য করে পাথরবৃষ্টি। আহত এক পুলিশ কর্মী। নৌখায় সরকারি গাড়িতে পাথরবৃষ্টি। পরিস্থিতি সামাল দিতে বিহারের ১২টি জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। সহর্ষ এলাকায় বন‍্‍ধের জেরে রাস্তাঘাট শুনশান। সমস্ত ট্রেন বাতিল করা হয়েছে। অশান্তির আশঙ্কায় দানাপুর স্টেশনে বাড়ানো হয়েছে পুলিশি নিরাপত্তা। হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে হিংসাত্মক বিক্ষোভ ছড়িয়েছে কিনা খতিয়ে দেখছে বিহার পুলিশ। 

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS