"কোভিডকালে আমরা করে দেখিয়েছি। অনেকেই বলেন ডায়মন্ড হারবার মডেল। একদিনে ৫০ হাজার টেস্ট হয়েছে। সারা ভরতে এমন নজির নেই। এটা গর্বের। জানুয়ারির প্রথম সপ্তাহে পজিটিভিটি রেট ৩৫ শতাংশ। একদিনে ৫০ হাজার টেস্ট করে ৭ দিনে পজিটিভিটি রেট ৩৮ থেকে ২ শতাংশ নামিয়েছি। দৃষ্টান্ত স্থাপন করেছিল ডায়মন্ড হারবার।'' বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।