BJP Leader Arrested : সরকারি কাজে বাধার অভিযোগ, ২০১৯-র মামলায় গ্রেফতার বিজেপি যুব মোর্চার নেতা

ABP Ananda 2022-06-19

Views 43

২০১৯-র একটি মামলায় তালতলা থানা এলাকা থেকে গ্রেফতার বিজেপি যুব মোর্চা নেতা। ধৃত বিকাশ শর্মা বিজেপি যুব মোর্চার উত্তর কলকাতার সাধারণ সম্পাদক। পুলিশ সূত্রে খবর, ২০১৯-এ সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে বিজেপি যুব মোর্চার নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। তার ভিত্তিতেই গতকাল ওই নেতাকে গ্রেফতার করে তালতলা থানার পুলিশ। এ নিয়ে বিজেপির প্রতিক্রিয়া এখনও মেলেনি।

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS