Sameek on Sougata : "টাকা কোথা থেকে আসছে উনি জানেন না ? ", সৌগতর মন্তব্য নিয়ে প্রশ্ন শমীকের

ABP Ananda 2022-06-19

Views 25

বিপুল খরচে কলেজ ফেস্ট, টাকার উৎস নিয়ে বিস্ফোরক সৌগত রায়। "কেকে গান গাইতে এসে মারা গেল, আমি ভাবি, এত টাকা আসে কোথা থেকে? ৩০, ৫০ লক্ষ টাকা কে দিয়েছে ? হাওয়া থেকে তো আসে না !" বরানগরে টিএমসিপির তরফে ছাত্রছাত্রীদের সম্বর্ধনা অনুষ্ঠানে বিস্ফোরক সৌগত। "এই টাকার জন্য পাড়ার মস্তান, প্রোমোটারের কাছে সারেন্ডার করলাম। হইহল্লা দরকার, কিন্তু প্রথমেই সারেন্ডার করলে পরে লড়াই করব কী করে ?" বরানগরে ছাত্রছাত্রীদের সম্বর্ধনা অনুষ্ঠানে বিস্ফোরক তৃণমূল সাংসদ। তাঁর এই মন্তব্য নিয়ে কী বললেন বিরোধীরা ?

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS