অগ্নিপথ প্রকল্প প্রত্যাহারের দাবিতে আজ যন্তরমন্তরে বিক্ষোভে কংগ্রেস। "এই সরকারে গরিবের জন্য নয়, শিল্পপতিদের জন্য। এইসব প্রকল্প ভেবেচিন্তেই করা হচ্ছে। এদের একমাত্র লক্ষ্য সরকারে টিকে থাকা। সেই লক্ষ্যে সরকারি সম্পত্তি কিছু শিল্পপতির কাছে বিক্রি করা হচ্ছে। অগ্নিপথের বিরুদ্ধে আন্দোলনকারীদের পাশে আছে কংগ্রেস।" মন্তব্য কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গাঁধীর।