Train Cancel: ‘অগ্নিপথ’ অশান্তির জের, সোমবার বাতিল পূর্ব এবং দক্ষিণ-পূর্ব রেলের একাধিক দূরপাল্লার ট্রেন

ABP Ananda 2022-06-19

Views 147

‘অগ্নিপথ’ (Agnipath) বিরোধিতায় বিক্ষোভ-আন্দোলন, চরমে যাত্রী দুর্ভোগ। কালও বাতিল পূর্ব এবং দক্ষিণ-পূর্ব রেলের (South East Railway) একাধিক দূরপাল্লার ট্রেন (Indian Railway)। কাল বাতিল হাওড়া-জয়নগর এক্সপ্রেস, কলকাতা-দ্বারভাঙা এক্সপ্রেস। কাল বাতিল কলকাতা-আজমগড় এক্সপ্রেস, বেশ কিছু দূরপাল্লার ট্রেনের ছাড়ার সময় পরিবর্তন। কাল দুপুর ২টোয় ছাড়বে হাওড়া-নিউদিল্লি পূর্বা এক্সপ্রেস, সকাল ৮টার পরিবর্তে দুপুর ২টোয় ছাড়বে হাওড়া-নিউদিল্লি পূর্বা এক্সপ্রেস, কাল বিকেল ৫টায় ছাড়বে হাওড়া-বিকানের এক্সপ্রেস, সকাল ৮.১৫-র বদলে বিকেল ৫টায় ছাড়বে হাওড়া-বিকানের এক্সপ্রেস, হাওড়া-নিউদিল্লি দুরন্ত সকাল ৮.৩৫-এর পরিবর্তে দুপুর ৩.০৫ মিনিটে ছাড়বে। 

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS