Rahul Gandhi: ন্যাশনাল হেরাল্ড মামলায়, আজ চতুর্থবার রাহুল গাঁধীকে তলব করল ইডি I Bangla News

ABP Ananda 2022-06-20

Views 46

ন্যাশনাল হেরাল্ড মামলায়, আজ চতুর্থবার রাহুল গাঁধীকে তলব ইডি-র। কেন্দ্রের বিরুদ্ধে প্রতিহিংসামূলক আচরণের অভিযোগ তুলে দেশজুড়ে শান্তিপূর্ণ প্রতিবাদ জানাবেন কংগ্রেস কর্মীরা। দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভে সামিল হবে কংগ্রেস নেতৃত্ব। ন্যাশনাল হেরাল্ড মামলায় এর আগে ১৩-১৫ জুন, পরপর তিনদিন প্রায় ৩০ ঘণ্টা কংগ্রেস সাংসদকে জিজ্ঞাসাবাদ করেন ইডি-র অফিসাররা। ১৭ জুন রাহুলকে ফের ডাকা হয়। কংগ্রেস সাংসদ ইডি-র কাছে সময় চেয়ে আজ হাজিরা দেবেন বলে জানান। 

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS