সেনাবাহিনীর অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশের বেশ কয়েকটি রাজ্যে আজ ২৪ ঘণ্টার ভারত বনধের ডাক দিয়েছে কয়েকটি গণ সংগঠন। সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে বিভিন্ন রাজ্য প্রশাসন। বিহারের ২০টি জেলায় বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা। বিক্ষোভের আশঙ্কায় বিহারে আজ বন্ধ ট্রেন চলাচল। ঝাড়খণ্ড সরকার রাজ্যের সমস্ত স্কুল বন্ধ রাখার কথা ঘোষণা করেছে। রাজ্যজুড়ে হাইঅ্যালার্ট জারি হয়েছে পাঞ্জাবে। নিরাপত্তা জোরদার করা হয়েছে হরিয়ানায়।