North East Floods: অসম, মেঘালয়ে ভয়াবহ বন্যা পরিস্থিতি, মৃত ৬২

LatestLY Bangla 2022-08-24

Views 0

উত্তর-পূর্বের বন্যা পরিস্থিতি ক্রমাগত ভয়াবহ হচ্ছে। অসম, মেঘালয়ে এক নাগাড়ে বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতি জটিল হচ্ছে। যার জেরে কমপক্ষে ৪০ লক্ষ মানুষ আক্রান্ত বলে জানা যাচ্ছে। অসমের ৩২টি জেলার মানুষ বন্যা সঙ্গে প্রতি নিয়ত লড়াই করছেন।

Share This Video


Download

  
Report form