বীরভূমের রামপুরহাটে তৃণমূলের উপ প্রধান ভাদু শেখের খুনের ঘটনায় ৪ অভিযুক্তকে ফেরার ঘোষণা করে সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করল সিবিআই। বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান ভাদু শেখ খুনে অভিযুক্ত নিউটন শেখ, পলাশ খান, মাসাদ শেখ ও মালি শেখের নামে আগেই জারি হয়েছে গ্রেফতারি পরোয়ানা। এবার ওই চারজনকে ফেরার ঘোষণা করে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করল সিবিআই। রামপুরহাট আদালতের বাইরের দেওয়ালে লাগানো হল নোটিস। ২০ জুলাইয়ের মধ্যে ওই ৪ জনকে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।