"কল তলার ঝগড়া নিয়ে আমি কিছু বলব না। যদি কিছু প্রশ্ন থাকে উত্তর দেব। আমি অত রুচিহীন বাড়ির ছেলে নই। আমার মাস্টার ডিগ্রি রবীন্দ্রভারতীর। সেটা ভুয়ো নয়। ওঁর ডক্টরেট ডিগ্রিটা ভুয়ো। অর্থাৎ যার যেমন রুচি তেমন ভাষা প্রয়োগ করবেন।" মুখ্যমন্ত্রীকে আক্রমণ শুভেন্দু অধিকারীর।