Coal Smuggling Case : ' জিজ্ঞাসাবাদের নামে হুমকি', কয়লাকাণ্ডে সিবিআইয়ের প্রধান তদন্তকারী অফিসারের বিরুদ্ধে এবার এফআইআর

ABP Ananda 2022-06-21

Views 85

কয়লাকাণ্ডে সিবিআইয়ের প্রধান তদন্তকারী অফিসার উমেশ কুমার ও অন্যান্যদের বিরুদ্ধে এফআইআর দায়ের করলদক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানার পুলিশ। সূত্রের খবর, ডায়মন্ডহারবারের বাসিন্দা হাইবার আখানের অভিযোগে ভিত্তিতে এফআইআর দায়ের হয়েছে। অভিযোগকারীর দাবি, জিজ্ঞাসাবাদের নামে তাঁকে নিজাম প্যালেসে ডেকে হুমকি দেওয়া হয়। চাপ দিয়ে বয়ান রেকর্ড করানোরও অভিযোগ উঠেছে সিবিআই অফিসারদের বিরুদ্ধে। খবর সূত্রের। ১২০(বি), ৫০৬, ৪৬৫, ৪৬৭, ৪৬৮, ৩৪-সহ একাধিক ধারায় এফআইআর দায়ের করেছে বিষ্ণুপুর থানার পুলিশ। সূত্রের খবর, এফআইআরের পর সমস্ত নথি সংগ্রহ করেছে সিআইডি।

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS