Dumdum Shootout : দমকল কর্মীকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

ABP Ananda 2022-06-21

Views 34

দমদম দমকল কেন্দ্রের সামনে শ্যুটআউট। দমকল কর্মীকে লক্ষ্য করে এক যুবক গুলি চালায় বলে অভিযোগ। অল্পের জন্য রক্ষা পান দমকল কর্মী। সকাল ৮টা নাগাদ এই ঘটনা ঘটে। দমকল কর্মী স্নেহাশিস রায়ের দাবি, মাসখানেক আগে রাস্তায় এক যুবকের সঙ্গে ধাক্কা লাগা নিয়ে বচসা হয়। অভিযোগ, আজ সকালে ওই যুবক ক্ষমা চাওয়ার নাম করে তাঁকে ডাকে। এরপরই ব্যাগ থেকে আগ্নেয়াস্ত্র বের করে গুলি চালায় বলে অভিযোগ। গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় প্রাণে বেঁচে যান দমকল কর্মী। ঘটনাস্থল থেকে একটি গুলির খোল উদ্ধার করেছে দমদম থানার পুলিশ। সিসি ক্যামেরার ফুটেজ দেখে অভিযুক্তকে চিহ্নিত করার চেষ্টা চলছে। 

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS