Alipurduar News: কখনও আম তো কখনও ডুমুর, গাছের মগডালে চিতাবাঘ দেখে আতঙ্ক স্থানীয়দের

ABP Ananda 2022-06-21

Views 46

কখনও আম তো কখনও ডুমুর। আলিপুরদুয়ারের শিলাবাটি ঘাট পারের গ্রামজুড়ে ঘণ্টপাঁচেক ধরে চলল চিতাবাঘ আতঙ্ক। সকালে স্থানীয়রা দেখেন আম গাছের ডালে বসে রয়েছে এক আস্ত চিতাবাঘ। কার্যত সেখানে গা এলিয়ে বিশ্রাম নিচ্ছে সে। কিন্তু এভাবে চিতাবাঘকে গাছের মগডালে দেখে আতঙ্কিত হয়ে পড়ে গোটা গ্রাম। খবর যায় বনদফতরে। দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন তারা। প্রথমে একদফা ঘুমপাড়ানি গুলি ছোড়া হয়। তারপর গোটা এলাকা ঘেরা শুরু হয় জাল দিয়ে। কিছুক্ষণের মধ্যে বাগে না এসে বরং পাশের ডুমুর গাছে লাফ দেয় চিতাবাঘ। যার জেরে আতঙ্কের মাঝে আবার একদফা হুলস্থূল পড়ে। যার পরই ছোড়া হয় আরও এক দফা ঘুমুপাড়ানি গুলি। শেষমেশ ঘণ্টাপাঁচেক শেষে বঘটি নিস্তেজ হয়ে গাছের নিচে পড়ে যায়। বনদফতরের পক্ষ থেকে তাঁকে খাঁচাবন্দি করে নিয়ে যাওয়া হয়। চিতাবাঘটির প্রাথমিক চিকিৎসার পর তাকে জলদাপাড়া জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানান জলদাপাড়ার ডিএফও। যদিও গত কদিন ধরে এলাকায় আতঙ্ক তৈরি করে রেখেছিল, এটিই সেটি কি না, তা অবশ্য নিশ্চিত করে জানায়নি বনদফতর। বরং স্থানীয়দের সতর্ক থাকতে বলা হয়েছে।

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS