গতকাল রাতেই কলকাতা বিমানবন্দরে ছুঁয়েছেন মায়ানগরীর এই তারকা যুগল। তারপর সকালে উঠেই কলকাতার জনপ্রিয় রেস্তোরাঁয় প্রাতঃরাশ সারলেন তাঁরা। তারপরেই সোজা কলকাতার অন্যতম আকর্ষণ ভিক্টোরিয়া মেমোরিয়াল (Victoria Memorial)। তিলোত্তমার ছোট্ট সফর করে পাঁচতারা রেস্তোয়াঁয় এসে সাংবাদিকদের মুখোমুখি বরুণ ধবন (Varun Dhawan) আর কিয়ারা আডবাণী (Kiara Advani)।