ঝাড়খণ্ডের প্রাক্তন রাজ্যপাল দ্রৌপদী মুর্মুকে এনডিএ-র রাষ্ট্রপতি প্রার্থী হিসাবে ঘোষণা করার পরে, কেন্দ্রের তরফে আজ থেকে তাঁকে দেওয়া হল সশস্ত্র সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) এর রাউন্ড-দ্য-ক্লক Z+ ক্যাটেগরির নিরাপত্তা । পিটিআই-এর প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার সকাল থেকে সশস্ত্র স্কোয়াড তাঁর সুরক্ষার দায়িত্বে থাকবে। ৬৪ বছরের মুর্মু এই নিরাপত্তা পেতে খুশি। আজ সকালে তিনি পুজো দিলেন রায়রাংপুর জগন্নাথ মন্দিরে।