SSC chairman: নবম-দশম নিয়োগ দুর্নীতি মামলায় উপযুক্ত রিপোর্ট না পাওয়ায় এসএসসি চেয়ারম্যানকে তলব। Bangla News

ABP Ananda 2022-06-24

Views 31

নবম-দশম নিয়োগ দুর্নীতি মামলায় উপযুক্ত রিপোর্ট না পাওয়ায় এসএসসি চেয়ারম্যানকে তলব। গত ২২ জুন হাজিরার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি রাজশেখর মান্থা। আদালতে হাজিরা দিলেন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। ‘ডেটারুম সিবিআই-এর হাতে, শুধু ঢোকার অনুমতি দিলেই রিপোর্ট দেওয়া সম্ভব নয়’। ‘ফের ইনস্টল করতে হবে হার্ডডিস্ক ও সফটওয়্যার’।‘একটি ইউপিএস কাজ করছে না, আরেকটি ইউপিএস-এর মাধ্যমে কাজ হচ্ছে’। ‘কাজ করছে না তিনটি সার্ভারের মধ্যে একটি’। আদালতে জানালেন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS