দেড়ঘণ্টার চেষ্টাতেও শেষ রক্ষা হল না। হাসপাতালে মজুত দমকল কর্মীরা। প্রস্তুত ছিল হাইড্রলিক ল্যাডার, জাল। সেই জাল পাতার আগেই ৮ তলার কার্নিস থেকে হাত ফসকে নীচে পড়ে গেলেন রোগী। মল্লিকবাজারের ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেসের ঘটনা। সঙ্কটজনক অবস্থায় আইটিইউ-তে ভর্তি আছেন ওই রোগী। সকালে এই দৃশ্য দেখে মল্লিকবাজারের ওই রাস্তায় ভিড় জমে যায়।