বৃত্তিমূলক শিক্ষাতেই কর্মসংস্থানের হাতছানি । ভারতের কোটি কোটি তরুণ-তরুণীকে চাকরি দিতে গেলে বৃত্তিমূলক শিক্ষাই কি একমাত্র পথ ? এনিয়ে আলোচনায়- টেকনো ইন্ডিয়া গ্রুপের ফাউন্ডার ও ম্যানেজিং ডিরেক্টর সত্যম রায়চৌধুরী, গাঁধী গুরুকুল গ্রুপ অফ ইনস্টিটিউশনের চেয়ারপার্সন শর্বাণী দাস, মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজির ভাইস চ্যান্সেলর সৈকত মিত্র, অধ্যাপক সুমন মুখার্জি।