বেহাল সেতু! মেদিনীপুরে ৬ নম্বর জাতীয় সড়কে কংসাবতী নদীর ওপর দেশপ্রাণ বীরেন্দ্র সেতু দিয়ে ৮ টনের বেশি ভারী যান চলাচল বন্ধ করে দিল প্রশাসন। ফলে ৭০ থেকে ৯০ কিলোমিটার পথ ঘুরে যেতে হচ্ছে চালকদের। মানুষ অসুবিধায় পড়লেও, সুরক্ষার স্বার্থে পদক্ষেপ, জানাল প্রশাসন।