Maharashtra Political Crisis: মহারাষ্ট্রে ফিরতে চান বিদ্রোহী বিধায়করা! বেলা ১২টায় বৈঠকে বসছেন একনাথ শিণ্ডে

ABP Ananda 2022-06-26

Views 49

মহারাষ্ট্রে ফিরতে চান গুয়াহাটিতে থাকা বিদ্রোহী বিধায়করা! মহারাষ্ট্রে ফিরলে ৩-৪জনের ভোলবদলের আশঙ্কা শিণ্ডে শিবিরের। কারও খাবার আসছে মহারাষ্ট্র থেকে, কারও সঙ্গে পরিচিতের সাক্ষাতের ব্যবস্থা: সূত্র‘হোম সিকনেস’ কাটাতে হোটেলেই নির্দল বিধায়কের জন্মদিন পালন: সূত্র। বেলা ১২টায় বিদ্রোহীদের নিয়ে বৈঠকে বসছেন একনাথ শিণ্ডে। "কতদিন আর গুয়াহাটিতে লুকিয়ে থাকবেন, আসতে তো হবেই।'' বিদ্রোহীদের উদ্দেশ্যে কটাক্ষ করে ট্যুইট সঞ্জয় রাউতের। 

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS