মহারাষ্ট্রে ফিরতে চান গুয়াহাটিতে থাকা বিদ্রোহী বিধায়করা! মহারাষ্ট্রে ফিরলে ৩-৪জনের ভোলবদলের আশঙ্কা শিণ্ডে শিবিরের। কারও খাবার আসছে মহারাষ্ট্র থেকে, কারও সঙ্গে পরিচিতের সাক্ষাতের ব্যবস্থা: সূত্র‘হোম সিকনেস’ কাটাতে হোটেলেই নির্দল বিধায়কের জন্মদিন পালন: সূত্র। বেলা ১২টায় বিদ্রোহীদের নিয়ে বৈঠকে বসছেন একনাথ শিণ্ডে। "কতদিন আর গুয়াহাটিতে লুকিয়ে থাকবেন, আসতে তো হবেই।'' বিদ্রোহীদের উদ্দেশ্যে কটাক্ষ করে ট্যুইট সঞ্জয় রাউতের।