Maharashtra Political Crisis: সুপ্রিম কোর্টের নির্দেশের পর, শিণ্ডে শিবিরে গরিষ্ঠতা প্রমাণে তৎপরতা। Bangla News

ABP Ananda 2022-06-28

Views 10

সুপ্রিম কোর্টের নির্দেশের পর, শিণ্ডে শিবিরে গরিষ্ঠতা প্রমাণে তত্পরতা। উদ্ধব সরকারের বিরুদ্ধে যেকোনও সময় আসতে পারে অনাস্থা প্রস্তাব, খবর বিজেপি সূত্রে। সূত্রের খবর, জল্পনা উসকে গুয়াহাটির হোটেলের বুকিং ৫ জুলাই পর্যন্ত বাড়িয়েছে বিদ্রোহী শিবির। পাশাপাশি, আজও আইনি রণকৌশল স্থির করতে দফায় দফায় বৈঠকে বসবেন বিদ্রোহী বিধায়করা। উপস্থিত থাকতে পারেন আইনজীবীরাও। সূত্রের খবর, শিণ্ডে শিবিরে এই মুহূর্তে রয়েছেন ৩৯ জন শিবসেনা বিধায়ক। দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের সংখ্যা হাতে থাকলেও এর মধ্যেই কয়েকজনের মত বদলের আশঙ্কা করছেন একনাথ শিণ্ডে। তাই উদ্ধব শিবির থেকে আরও কয়েকজন বিধায়ককে নিজের দিকে টেনে আনার চেষ্টা চালাচ্ছেন বিদ্রোহী শিবিরের নেতা। অন্যদিকে, নিজেদের বিধায়কদের মুম্বইতেই থাকতে নির্দেশ দিয়েছে বিজেপি।

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS