"মেধা তালিকা মেনে স্বচ্ছভাবে নিয়ম অনুযায়ী নিয়োগ হয়নি। সেই জন্য ১৭ হাজার ওঁর মাথায় আছে। এই সংখ্যাটা নির্দিষ্টভাবে কোথাও বেরোয়নি। ওঁর মাথায় মাথায় ঘুরছে। ১৭ হাজার বা তার বেশি যাঁরা নিয়োগপত্র পেয়েছেন তৃণমূলের ধাম ধরে। মেধার ভিত্তিতে যাঁরা নিয়োগ পাননি তাঁরা আদালতে গিয়েছেন। সিপিএমের আইনজীবীরা আদর্শের উপর দাঁড়িয়ে মেধাভিত্তিক নিয়োগের জন্য লড়াই করছে। মুখ্যমন্ত্রীকে বলতে পারি, আপনি একটু দুর্নীতি কম করুন। যাঁদের থেকে টাকা নিয়েছেন, তাঁদের ফেরত দিয়ে দিয়েছেন। মেধার ভিত্তিতে ১৭ হাজার নিয়োগ করে দিন। আপনার যদি টাকা ছাড়া করতে অসুবিধা হয়। তাহলে আমি গিয়ে করে দিচ্ছি।'' মন্তব্য বিকাশ রঞ্জন ভট্টাচার্যের