ঝালদা পুরসভার ২ নম্বর ওয়ার্ডে জয় কংগ্রেসের। নিহত তপন কান্দুর ওয়ার্ডে জয়ী কংগ্রেস। ৭৭৮ ভোটে জয়ী কংগ্রেস প্রার্থী মিঠুন কান্দু। জয় প্রত্যাশিত ছিল, দাবি তপন কান্দুর ভাইপো মিঠুন কান্দুর। ঝালদা টাউন তৃণমূল কংগ্রেসের অন্তর্ঘাতে হেরেছি, অভিযোগ তৃণমূল প্রার্থীর। মোটে ১৫২ ভোট পেয়েছি, এটা প্রত্যাশিত নয়, অভিযোগ পরাজিত প্রার্থীর।