সারদা ইস্যুতে বিরোধী দলনেতার বিরুদ্ধে টাকা তছরুপের অভিযোগ তুলেছেন খোদ সারদা-কর্তা সুদীপ্ত সেন । বিষয়টি নিয়ে কার্যত মুখে কুলুপ এঁটেছিলেন শুভেন্দু অধিকারী সহ BJP নেতারা। বৃহস্পতিবার অবশেষে ঝাড়গ্রামে হুল উৎসবে গিয়ে এই বিষয়ে মুখ খুললেন রাজ্যের বিরোধী দলনেতা । সুদীপ্ত সেন যে কথা বলেছেন, সেটা তাঁর নিজের কথা নয়, তাঁকে দিয়ে বলানো হয়েছে বলে পালটা তোপ দাগলেন তিনি। সরাসরি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ তুলে শুভেন্দু বলেন, "পুলিশ হেফাজতে থাকাকালীন একজন এই ধরনের মন্তব্য করছে। পুলিশ-প্রশাসন সম্পর্কে এরাজ্যে একজনই সিদ্ধান্ত নেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলাচ্ছেন। তাই এর জবাব মমতা বন্দ্যোপাধ্যায়ই দিতে পারবেন। শুভেন্দু অধিকারী দিতে পারবেন না।"