National Doctors' Day 2021 রোগী যখন তাঁর হাতে আসে তখন সমস্যাটা বড়ই জটিল ! ক্রিটিক্যাল কেয়ারের দায়িত্ব তুখোড় হাতে সামলাচ্ছেন তিনি দিনভর। সেইসঙ্গে কলকাতার অন্যতম একমো স্পেশ্যালিস্ট তিনি। করোনাকালে দিনেরাতে প্রায় থেমে যাওয়া রোগীর জীবন ফিরিয়ে দিয়েছেন। সেই লড়াই চলছে, চলবে। হাসপাতাল-বাড়ি থেকে নিজের বাড়িতে ফিরিয়ে দেওয়ার লড়াই, চলছে। ন্যাশানাল ডক্টরস' ডে - তে এবিপি লাইভ বাংলার মুখোমুখি ডা. অর্পন চক্রবর্তী।