Jukti Tokko: "এত ভোটাভুটির লাভ কী ? একেবারেই নিলামে নেমে আসি !", মহারাষ্ট্র-'নাটক' নিয়ে কটাক্ষ কুণালের

ABP Ananda 2022-07-01

Views 3

মহারাষ্ট্রের রাজনীতিতে (Maharashtra Politics) বেশ কয়েকদিনের টানাপোড়েন শেষ। মুখ্যমন্ত্রী হয়েছেন একনাথ শিণ্ডে (Eknath Shinde), তা-ও আবার বিজেপি-রই সমর্থনে। উপ মুখ্যমন্ত্রী হয়েছেন দেবেন্দ্র ফড়ণবীস। মহারাষ্ট্রের এই সামগ্রিক নাটকের পর প্রশ্ন উঠছে, তাহলে কি কুর্সিই সব ? নীতি-নৈতিকতার কি কোনও ঠাঁই নেই সেখানে ? চাঁচাছোলা ভাষায় এই প্রসঙ্গে উত্তর দিতে গিয়ে আইপিএল নিলামের প্রসঙ্গ টেনে আনলেন চিকিৎসক কুণাল সরকার (Kunal Sarkar)। তাঁর বক্তব্য, এত ভোটাভুটির লাভ কী আছে ! একেবারেই নিলামে নেমে আসি না কেন।

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS