Plastic bags Ban: দেশজুড়ে নিষিদ্ধ একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক

ABP Ananda 2022-07-01

Views 90

আজ থেকে দেশজুড়ে নিষিদ্ধ একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক (Plastic)। ৭৫ মাইক্রনের নীচে প্লাস্টিকের ব্যাগ ব্যবহার নিষিদ্ধ। এতদিন ৫০ মাইক্রনের নীচে প্লাস্টিকের ব্যাগ ব্যবহার নিষিদ্ধ ছিল। এ বিষয়ে কলকাতা পুরসভার (KMC) মেয়র জানিয়েছেন, প্রথমে এ নিয়ে প্রচার চালানো হবে, তারপর পদক্ষেপ।  কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের নির্দেশে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক নিষিদ্ধ করা হল দেশজুড়ে। লেক মার্কেটে (Lake Market) দেখা গেল, ক্রেতা ও বিক্রেতারা এ নিয়ে সচেতন। এমনকী মাছের বাজারে কাপড়ের ব্যাগে দেওয়া হচ্ছে মাছ।

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS