হরিদেবপুরের পর এবার বাঁকুড়া। ফের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু। প্রবল বৃষ্টিতে বিদ্যুতের ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক মহিলা-সহ ২ জনের। আজ সকালে মর্মান্তিক ঘটনাটি ঘটে বাঁকুড়া ২ নম্বর ব্লকের ভূতশহর গ্রামে। স্থানীয় সূত্রে খবর, প্রাতর্ভ্রমণে বেরিয়ে বিদ্যুতের ছেঁড়া তারে তড়িদাহত হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন পাবর্তী ঘোষ নামে এক মহিলা। তাঁকে তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন প্রতিবেশী অনন্ত ঘোষ। হাসপাতালে নিয়ে গেলে দু’ জনকেই মৃত বলে ঘোষণা করা হয়। স্থানীয়দের অভিযোগ, বেশ কিছুদিন ধরেই বিপজ্জনকভাবে ঝুলছিল বিদ্যুতের ছেঁড়া তার। বিদ্যুৎ দফতরকে জানানো সত্ত্বেও তারা ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ। এ নিয়ে বিদ্যুৎ দফতরের প্রতিক্রিয়া এখনও মেলেনি।