College-University Admission: কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিধি ও নির্ঘণ্ট ঘোষণা সরকারের

ABP Ananda 2022-07-02

Views 774

কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিধি ও নির্ঘণ্ট ঘোষণা সরকারের। স্নাতক স্তরে ১৮ জুলাই থেকে অনলাইনে ভর্তির আবেদন। স্নাতকে ১৫ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে ভর্তির প্রক্রিয়া। ১ সেপ্টেম্বর থেকে স্নাতকোত্তরে ভর্তির আবেদন শুরু । ‘ভর্তি চলাকালীন ক্যাম্পাসে সশরীরে হাজির নয়, আবেদনের জন্য কোনও ফি নেওয়া যাবে না’। ভর্তির ফি জমা দিতে হবে অনলাইনে, বিজ্ঞপ্তি উচ্চশিক্ষা দফতরের। এবছর কেন্দ্রীয় অনলাইনের পথ থেকে সরে এসেছে রাজ্য। এবছর রাজ্যে কেন্দ্রীয় অনলাইনে ভর্তি প্রক্রিয়া স্থগিত । কলেজ-বিশ্ববিদ্যালয় ভিত্তিক অনলাইনে ভর্তির বিজ্ঞপ্তি ঘোষণা । 

Share This Video


Download

  
Report form