Manipur Death: মণিপুরের নোনে জেলায় ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৮১।Bangla News

ABP Ananda 2022-07-02

Views 20

মণিপুরের নোনে জেলায় ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৮১। সেনা সূত্রে খবর, এর মধ্যে ১৫ জন টেরিটোরিয়াল আর্মির জওয়ান। নোনে জেলার তুপুলে ঘটনাস্থল পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। এই ঘটনাকে মণিপুরের ইতিহাসে ভয়াবহ ঘটনা বলে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এখনও ধসের নীচে বেশ কয়েকজনের আটকে থাকার আশঙ্কা। এক জওয়ান-সহ ১৮ জনকে উদ্ধার করা হয়েছে। সেনা ও NDRF উদ্ধারকাজ চালাচ্ছে। যান চলাচলে প্রভাব পড়ায় উদ্ধারকাজ শেষ হতে আরও ২-৩ দিন লাগবে

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS